| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রাউজান, চট্টগ্রাম। ওয়েব ঃ raozan.chittagong.gov.bd |
|
স্মারকনং-০০.০০.১৫৭৪.০০০.১৮.০৭৮.১৫-১০৪৪(৪৫) তারিখ-২৭১০/২০১৫খ্রি.।
বিষয়ঃ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থিত থাকা সংক্রান্ত।
উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা আগামী ০১/১১/২০১৫ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ‘’৬নং বিনাজুরীইউনিয়ন পরিষদ সভা কক্ষে’’ অনুষ্ঠিত হবে।উক্ত সভায় জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী, মাননীয় জাতীয় সংসদ সদস্য-২৮৩, চট্টগ্রাম-৬ সম্মানিত মূখ্য উপদেষ্টা হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
২। বর্ণিত সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য সম্মানিত সকল সদস্যগণকে অনুরোধ করা গেল।
আলোচ্যসূচীঃ-
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। আইন শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা।
৩। বিবিধ।
প্রাপকঃ১).................................... ......................................
| স্বাক্ষরিত/- (কুল প্রদীপ চাকমা) উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা আইন শৃংখলা কমিটি রাউজান, চট্টগ্রাম। ফোননংঃ০৩০২৬-৫৬০১২ ফ্যাকা্রনংঃ০৩০২৬-৫৬৪৩৯ ই-মেইলঃunorawzan@mopa.gov.bd |
স্মারকনং-০০.০০.১৫৭৪.০০০.১৮.০৭৮.১৫-১০৪৪(৪৫) তারিখ-২৭১০/২০১৫খ্রি.।
অনুলিপি সদয় অবগতির জন্যঃ-
১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৮৩-চট্টগ্রাম-৬- রাউজান।
২।জেলাপ্রশাসক, চট্টগ্রাম।
৩। চেয়ারম্যান, উপজেলাপরিষদ, রাউজান, চট্টগ্রাম। ৪। ভাইসচেয়ারম্যান, উপজেলাপরিষদ, রাউজান, চট্টগ্রাম। ৫। মহিলাভাইসচেয়ারম্যান, উপজেলাপরিষদ, রাউজান, চট্টগ্রাম। | সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা হলো। |
| স্বাক্ষরিত/- (কুল প্রদীপ চাকমা) উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা আইন শৃংখলা কমিটি রাউজান, চট্টগ্রাম। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস